নোয়াখালী কোম্পানীগঞ্জ উপজেলার অন্যতম সামাজিক সংগঠন “কোম্পানীগঞ্জ ফ্রেন্ড’স সোসাইটি”
এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
২৬ আগষ্ট শনিবার সকালে কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট একটি মিলনায়তনে ২০২৩ সালের এসএসসি ও দাখিল পরিক্ষায় মেধাবী কৃতি ছাত্র-ছাত্রীদের মধ্য থেকে জিপিএ-৫ প্রাপ্তদের জন্য এ সংবর্ধনার আয়োজন করা হয়।
হাফেজ রুবেল এর পবিত্র কোরআন তেলাওয়াত ও সম্মিলিত কন্ঠে জাতীয় সঙ্গীতের পর কোম্পানীগঞ্জ ফ্রেন্ড’স সোসাইটি’র সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া’র শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে সংবর্ধনা অনুষ্ঠান শুরু হয়।
কোম্পানীগঞ্জ ফ্রেন্ড’স সোসাইটি’র সহ-সভাপতি ফখরুল ইসলাম রাজু’র পরিচালনা ও সঞ্চালনায় এবং সভাপতি আইয়ুব আলী’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃতি ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে বক্তব্য প্রদান করেন, কবিরহাট আইডিয়াল স্কুল এন্ড কলেজ এর প্রধান শিক্ষক, অধ্যক্ষ বেলায়েত হোসেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে
দিকনির্দেশনামুলক বক্তব্য প্রদান করেন, কোম্পানীগঞ্জ মডেল কেজি স্কুলের শিক্ষক এবং বিশিষ্ট শিক্ষাবিদ মোশাররফ হোসেন, বামনী আসিরিয়া মাদ্রাসা’র সহকারী অধ্যাপক মাওলানা মহিউদ্দিন, কবি জসিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মাওলানা মিজানুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন এ্যাডভোকেট আতাউর রহমান জিল্লু, এ্যাডভোকেট হেফজুল বাহার, বিশিষ্ট সমাজসেবক মো: নূর উদ্দিন নুর্মিন, নোয়াখালী কারামাতিয়া কামিল মাদ্রাসা’র শিক্ষক মাওলানা আলমগীর হোসেন।
এছাড়াও কোম্পানীগঞ্জ ফ্রেন্ডস সোসাইটির স্থায়ী এবং নির্বাহী কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
“কোম্পানীগঞ্জ ফ্রেন্ড’স সোসাইটি” ২০১৬ সালের ৩১ জানুয়ারিতে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি নানারকম সামাজিক ও মানবিক কাজ করে যাচ্ছে। এর মধ্যে অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ, বিভিন্ন দুর্যোগের সময় ত্রাণ সামগ্রী বিতরণ, অসহায় মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ, সাইকেল ও সেলাই মেশিন বিতরণ সহ এরকম অসংখ্য সামাজিক ও মানবিক কাজের দৃষ্টান্ত রয়েছে।
এর পাশাপাশি যথাযথ মর্যাদায় জাতীয় এবং আন্তর্জাতিক দিবস সমূহ পালন করে সংগঠনটি।ভবিষ্যতেও এভাবে সামাজিক ও মানবিক কাজ গুলো করে যাবে বলে জানানো হয় সংগঠনটির পক্ষ থেকে।
Posted ৯:৪৬ পূর্বাহ্ণ | শনিবার, ২৬ আগস্ট ২০২৩
bbcjournal.com | rifat