আজমতে হযরত আমীরে মুয়াবিয়া (রঃ) ও আল্লামা হাফেজ কারী সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ (রঃ) এর বার্ষিক ফাতেহা উপলক্ষে আজিমুশ্শান খতমে বুখারী শরীফের আয়োজন করেছে গাউছিয়া কমিটি বাংলাদেশ।
গত শনিবার (১৫ জুলাই) চট্টগ্রামের ৩৮ নং ওয়ার্ডের বাইতুল আমান জামে মসজিদ প্রাঙ্গণে এই বার্ষিক ফাতেহা অনুষ্ঠিত হয়। আলহাজ্ব মুহাম্মদ ওমর ফারুকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুহাদ্দিস আল্লামা মুহাম্মদ সোলাইমান আনসারী।
বার্ষিক ফাতেহা উপলক্ষে আজিমুশ্শান বুখারী শরীফের এই আয়োজনে হযরতে আমীরে মুয়াবিয়া (রা) ও হুজুর কেবলা তৈয়্যব শাহ্ (রহ) জীবনী সহ ধর্মের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন আমন্ত্রিত অতিথিরা।
এসময় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আল্লামা মুফতি আব্দুল আজিজ আনোয়ারী, মাওলানা মুহাম্মদ গোলাম হুসাইন আল-কাদেরী সহ বিভিন্ন মাদ্রাসা থেকে আগত ইসলাম চিন্তাবিদ উলামায়ে কেরাম।
Posted ৫:২৮ পূর্বাহ্ণ | সোমবার, ১৭ জুলাই ২০২৩
bbcjournal.com | rifat