নোয়াখালী কবিরহাট উপজেলার চাপরাশিরহাটে ৬০ লাখ টাকা ব্যায়ে শাবাব চৌধুরী জামে মসজিদের উদ্ধোধন অনুষ্ঠানে আগামী তিন বছরের নোয়াখালীতে ৫০টি মসজিদ নির্মাণের ঘোষনা দিয়েছেন নোয়াখালী ৪ আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীর পুত্র আতাহার ইশরাক সাবাব চৌধুরী।
গতকাল মাগরিবের নামাজ শেষে শাবাব চৌধুরী জামে মসজিদের উদ্ধোধন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য সুনীল বরণ চৌধুরী, চাপরাশিরহাট বণিক সমিতির সভাপতি এম এস ফারুক হোসেনসহ চাপরাশিরহাট ইউনিয়ন এর আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, গত ৫ ফেব্রুয়ারী ২০২১ ইং তারিখে ৬০ লাখ টাকা ব্যায়ে চাপরাশিরহাট ইউনিয়নের অমরপুর গ্রামে সাবাব চৌধুরী জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এমপি পুত্র সাবাব চৌধুরী। সম্পূর্ণ নিজ অর্থায়নে মসজিদের একতলার কাজ সম্পূর্ন করে পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষে বুধবার মাগরিব নামাজ আদায়ের মধ্য দিয়ে মসজিদটির উদ্ধোধন করা হয়।