সোমবার ২৫শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১০ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

সুবর্ণচরে ১ টি ব্রিজের অভাবে ৪ গ্রামের যোগাযোগ বিচ্ছিন্ন, ব্রিজের দাবীতে মানববন্ধন

মোঃ ইমাম উদ্দিন সুমন,নিজস্ব প্রতিবেদক   মঙ্গলবার, ২০ জুন ২০২৩
সুবর্ণচরে ১ টি ব্রিজের অভাবে ৪ গ্রামের যোগাযোগ বিচ্ছিন্ন, ব্রিজের দাবীতে মানববন্ধন

নোয়াখালী সুবর্ণচর উপজেলার ১ নং চরজব্বর ইউনিয়নের ১ টি বিজ্রের অভাবে বিচ্ছিন্ন হয়ে আছে ৪ গ্রামের মানুষ।
খাল পার হতে গিয়ে এ পর্যন্ত ডুবে মারা যায় ৪ জন শিশু, ব্যাহত হচ্ছে কোমল মতি শিশুদের শিক্ষা কার্যক্রম, রপ্তানি করতে না পারায় কৃষকরা পাচ্ছেনা ফসলের নায্যদাম ভোগান্তিতে ৪ গ্রামের মানুষ।

২০ জুন (মঙ্গলবার) দুপুর ২ টায় চর পানা উল্যাহ গ্রামের গোপাল খালের মধ্যে দাঁড়িয়ে ব্রিজের দাবীতে মানববন্ধন করে করেছে শতশত ভুক্তোভোগী নারী পুরুষ এলাকাবাসী ও জনসাধরণ।

বক্তারা বলেন, ৭ নং ওয়ার্ড চর পানাউল্যাহ গ্রামে অবস্থিত বীর শ্রেষ্ঠ মোস্তফা কামাল সড়কের ও দিয়ে গোপাল খাল প্রকাশ ভুলুয়া খালের দুপাশে উত্তর বাগ্যা, দক্ষিন বাগ্যা, চর কলাকপা, চর রমিজ গ্রাম রয়েছে দীর্ঘ ৫০ বছর ধরে কোন ব্রিজ না থাকায় ভোগান্তি পোহাতে হচ্ছে ৪ গ্রামের মানুষদের, জীবনের ঝুকি নিয়ে খাল পার হতে হয় তাদের, একাধিকবার বাঁশের সাঁকো করা হলেও তা কিছুদিন পর আবার ভেঙ্গে যায়, খাল পারাপার হতে গিয়ে এ পর্যন্ত মারা গেছে ৪ জনের অধিক শিশু কিশোর।

ব্রিজ না থাকায় কৃষকরা পড়ছেন বিপাকে রবি শষ্য অন্যত্র নিতে না পেরে বাধ্য হয়েও অসাধু ব্যবসায়ীদের কাছে বিক্রি করতে হয় কম মূল্যে। এছাড়া দুপারে ৫ টি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে ব্রিজ না থাকায় শিশু কিশোররা জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হন, আতংকে থাকে পরিবারের সদস্যরা।

বক্তারা অতি দ্রুত চর পানা উল্যাহ গ্রামের গোপাল খালে একটি ব্রিজের জন্য সুবর্ণচর উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা ইঞ্জিনিয়ার, নোয়াখালী এলজিডি অফিসসহ এমপি, মন্ত্রী এবং স্থানীয় সরকার মন্ত্রনালয়ের দৃষ্টি আকর্ষণ করছেন।

মনববন্ধনে বক্তব্য রাখেন, ডাক্তার আলতাপ, স্থানীয় ব্যবসায়ী শেখ ফরিদ, ছাত্রলীগ নেতা তানভির হোসেন সোহেল, জেসমিন আক্তার, শিল্পী আক্তার প্রমূখ।

এসময় মানববন্ধকারি গোপাল খালে একটি ব্রিজ চাই ব্রিজ, চাই বলে স্লোগান দিতে থাকে।

১ নং চর জব্বর ইউনিয়নের চেয়ারম্যান এডভোকেট ওমর ফারুক বলেন, এখানে প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়ত করে, ব্রিজের অভাবে এলাকাটি অবহেলিত হয়ে আছে তিনি ব্রিজটি নির্মাণের দাবী জানিয়ে সুবর্ণচর উপজেলার সংশ্লিষ্ঠ কর্মকর্তা এবং নোয়াখালী স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর, নোয়াখালী ৪ সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীসহ স্থানীয় সরকার মন্ত্রনালয়ের হস্তক্ষেপ কামনা করে দ্রুত ব্রিজটি নির্মাণ করা জন্য জোর দাবী জানান।

সুবর্ণচর উপজেলা এলজিইডি অফিসার প্রকৌশলী শাহজালাল বলেন, ব্রিজের জন্য আমরা জায়গাটি পরিদর্শন করেছি, ব্রিজটি ৬০ মিটার, এমপি সাহেবের ডিও লেটার দিয়ে আমরা আবেদন করে রেখেছি একটু সময় লাগলেও ব্রিজটি নির্মাণ হবে।

 

Facebook Comments Box

Posted ৯:২২ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২০ জুন ২০২৩

bbcjournal.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

সম্পাদক ও প্রকাশক

খায়রুল আনাম

 
ঢাকা অফিস
পূরবী সুপার মার্কেট সংলগ্ন মিরপুর ১১, ঢাকা
নিউজ রুম নাম্বার: 01829242335
Email : journalbbc@gmail.com