বিনোদন অঙ্গনের আলোচিত দম্পতি রাজ-পরীর সংসারে ভাঙ্গনের রেখা আরও স্পষ্ট হচ্ছে। রাজের পর এবার পরীমণির কথায় উঠে এলো এমনই ইঙ্গিত। মঙ্গলবার (৬ জুন) রাতে যমুনা টেলিভিশনে দেয়া এক সাক্ষাৎকারে ঢাকাই সিনেমার আলোচিত এ নায়িকা জানান, স্বামী রাজ যদি একা থাকতে চান, তাতে তার কোনো আপত্তি নেই।
পরীমণি বলেন, সে (রাজ) যদি একাই থাকতে চায়, তাহলে ঠিকঠাক মতোই থাকুক। একটু ঘুরে আসবো, আমি একটু বেড়িয়ে আসি, আমি একটু ছুটি চাই… আবার ঘুরে এসে বলে, আমি সংসার করতে চাই। এটা খুব বাজে প্রাকটিস। এটা আমি পারবো না। তার যদি আমাকে ছেড়ে থাকার ইচ্ছা হয়, তাহলে ঠিকঠাক ডিসিশনে এসে আলাদা থাকুক, আমার সমস্যা নাই।
Posted ৯:৩৮ পূর্বাহ্ণ | বুধবার, ০৭ জুন ২০২৩
bbcjournal.com | rifat