ফেসবুক ও ইউটিউবের পর এবার জনপ্রিয় শর্ট ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটকে অ্যাকাউন্ট খুললো ক্ষমতাসীন আওয়ামী লীগ।
শুক্রবার (২ জুন) দলটির ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে তাদের টিকটক পেজে যুক্ত হতে আহ্বান জানানো হয়। ফেসবুক পোস্টটিতে আওয়ামী লীগের টিকটক অ্যাকাউন্টের লিংক (https://www.tiktok.com/@albdofficial) যুক্ত করা হয়েছে। এছাড়া কিউআর কোডও দেয়া হয়েছে।
আওয়ামী লীগের অফিশিয়াল টিকটক অ্যাকাউন্টটিতে গত দুই দিনে ৭টি ভিডিও আপলোড করা হয়েছে। শনিবার বিকাল পর্যন্ত ৩৫৫৬ জন অনুসরণ (ফলোয়ার) করেছেন। যেখানে ৩২৫৪টি ‘লাইক’ পড়েছে।
Posted ৭:২৭ পূর্বাহ্ণ | বুধবার, ০৭ জুন ২০২৩
bbcjournal.com | rifat