৩শতাধিক ছাত্রীদের নিয়ে সাইবার স্পেসে সুরক্ষা ও নিরাপত্তা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে নোয়াখালীতে।
নোয়াখালী সাইবার ওয়ারিয়র্স এর আয়োজনে আজ সকাল ১০ টায় সরকারি মহিলা কলেজ অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি সাইদুর রহমান রায়হান এর সভাপতিত্বে এবং সদস্য শিউলি আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ তাজুল ইসলাম।
সভায় সংগঠনের অভিজ্ঞ সদস্যরা স্লাইড প্রদর্শনীর মাধ্যমে শিক্ষার্থীদের সাইবার স্পেসে কিভাবে নিজেদের সুরক্ষিত রাখবে এবং নিরাপদ ভাবে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করবে তা নিয়ে বিস্তারিত ধারণা দেয়া হয়।
এসময় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ওসি ওয়াচ, ডিএসবি প্রিয়তোষ চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নোয়াখালী সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নুর আলম ছিদ্দিকি রাজু, নোয়াখালী জেলা ছাত্রলীগের সাবেক এসিস্ট্যান্ট সেক্রেটারি ফজলে রাব্বী রবনা।
সভায় আমন্ত্রিত অতিথিরা বলেন, নোয়াখালী সাইবার ওয়ারিয়র্স এর তরুণরা যে পদক্ষেপগুলো নিচ্ছে তা অবশ্যই প্রশংসার দাবিদার। তথ্য প্রযুক্তি নির্ভর আগামীর বাংলাদেশ গড়তে তাদের অবদান গুলো লক্ষ্যণীয়। এরা সম্ভাবনাময়, আমরা তাদের সাধুবাদ জানাই।
“সচেতনতার মাধ্যমেই সমাধান মিলবে” এই বিশ্বাস বুকে ধারণ করে এগিয়ে যাচ্ছে সম্ভাবনাময় তরুণদের সংগঠন “নোয়াখালী সাইবার ওয়ারিয়র্স”।
অধিবেশনের শেষ পর্যায়ে সকল শিক্ষার্থী, অতিথি ও সদস্যরা একইসাথে বাঁশি বাজিয়ে যারা সাইবার অপরাধের সাথে যুক্ত, প্রতিনিয়ত সাইবার স্পেসে ছড়িয়ে দিচ্ছে বিষবাষ্প তাদের উদ্দেশ্যে হুশিয়ারী সংকেত প্রদান করা হয়।
Posted ৬:১৫ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৬ জুন ২০২৩
bbcjournal.com | rifat