নোয়াখালীর বেগমগঞ্জে পূর্ব শত্রুতার জেরে বিভিন্ন সময় হুমকি ধমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভূক্তভোগী পরিবার।
রোববার সকালে জেলা সদরের নতুন বাসস্ট্যান্ড এলাকায় নদী বাংলা টাওয়ারে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেল অফিসে ভুক্তভুগী নূর মোহাম্মদ এর মেয়ে সুফিয়া খাতুন সুমাইয়া এক সংবাদ সংম্মেলনে এ অভিযোগ করেন।
জানা যায়, জেলার বেগমগঞ্জে উপজেলায় মোহাম্মতপুর গ্রামে গরীব উল্যা ব্যাপারী বাড়ির নূর মোহাম্মদ এর সাথে নূর আহম্মদ কামালের সাথে দীর্ঘদিন ধরে জায়গা জমির বিরোধ চলে আসছে। এই সূত্র ধরে নূর আহমদ কামাল স্ত্রী নিলুফা সুলতানা ও ছেলে বাপ্পারাজ বাদি নুর মোহাম্মদের পরিবারের উপর বিভিন্ন সময় হুমকি ধমকি দিয়ে আসছে।
এব্যাপারে বেগমগঞ্জ মডেল থানায় ২০২৩ সালে একটি অভিযোগ দেওয়া হয়েছে। বিরোধ থাকা জমি নিয়ে নোয়াখালী চীফজুড়িশিয়াল ম্যাজিষ্ট্রেট কোর্টেও একটি মামলা দায়ের করা হয়েছে। কিন্তু বিবাদিপক্ষ কোন কিছুতে তোয়াক্কা না করে বিভিন্ন ইস্যু নিয়ে বাদি পক্ষকে হুমকি ধমকি দিয়ে আছে।তাই প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছে ভূক্তভোগী পরিবার।
Posted ১১:৩১ পূর্বাহ্ণ | সোমবার, ২২ মে ২০২৩
bbcjournal.com | rifat