নোয়াখালীতে কর্মপ্রত্যাশী যুবদের দক্ষতাবৃদ্ধিমূলক অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ কোর্স “ব্লক বাটিক ও প্রিন্টিং” এর প্রশিক্ষণার্থীদের মাঝে প্রশিক্ষণ সনদ ও ভাতা বিতরণ করা হয়েছে।
বুধবার বিকালে জেলা শহরের হাউজিং এসেস্ট এলাকায় আমেনা ভবনে সার্বজনিন জাহান নারী ও শিশু উন্নয়ন সংস্থার কার্যালয়ে সংস্থাটির আয়োজনে এই সনদ ও ভাতা বিতরণ করা হয়।
সনদ বিতরণ অনুষ্ঠানে সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নার্গিস আরা বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে যুবদের হাতে সনদ ও ভাতা তুলে দেন যুব উন্নয়ন অধিদপ্তর নোয়াখালীর উপ-পরিচালক মো. ইসহাক।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যুব উন্নয়ন অধিদপ্তর নোয়াখালীর সহকারী পরিচালক সাজ্জাদ হায়দার ভূঁইয়া। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সার্বজনিন জাহান নারী ও শিশু উন্নয়ন সংস্থার প্রধান নির্বাহী সালমা জাহান কাজল।
এসময় সালমা জাহান কাজল বলেন, আমি প্রথমে নিজেকে একজন উদ্যোক্তা হিসেবে গড়ে তুলে আমার এই সংস্থা প্রতিষ্ঠা করি। পরবর্তীতে আমি “নারীরা নিজের জন্য করবে” এমন একটি স্লোগান ঘোষণা করি। ওই স্লোগানকে ধারণ করে আমরা যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে বিপুল সংখ্যক যুব নারীদের বিভিন্ন প্রশিক্ষণ দিয়েছি। আমাদের কাছ থেকে প্রশিক্ষণ নিয়ে দুই শতাধিক নারী উদ্যেক্তা তৈরী হয়েছে। আমরা আশাবাদি নারীরা নিজেদের জন্য করবে, নিজেরাই স্বাবলম্বী হবে, উন্নত সমাজ ও দেশ গঠনে ভূমিকা রাখবে।
Posted ২:০৪ অপরাহ্ণ | বুধবার, ১৭ মে ২০২৩
bbcjournal.com | rifat