ঘূর্ণিঝড় মোখা’র কারণে নোয়াখালীর উপকূলীয় এলাকা হাতিয়ায় বড় ধরনের প্রভাব পড়েনি। তবে আবহাওয়া অধিদপ্তর ঘোষিত ১০ নম্বর মহাবিপদ সংকেতের কারণে গত তিনদিন যাবৎ মেঘনা নদী ও বঙ্গোপসাগরে মাছ ধরার সকল নৌকা ও ট্রলার তীরে রেখে কর্মহীন পার করছেন জেলেরা। দুর্যোগে কর্মহীন জেলে পরিবারের মাঝে নোয়াখালী জেলা ছাত্রলীগের পক্ষ থেকে শুকনো খাবার বিতরণ করা হয়েছে।
আজ বিকালে জেলার হাতিয়া উপজেলার চেয়ারম্যান ঘাট এলাকায় মেঘনা নদীর তীরে ও বেড়িবাঁধের বাহিরে অবস্থানরত ২ শত জেলে পরিবারের মাঝে এই খাবার তুলে দেন জেলা ছাত্রলীগের সাবেক উপ-সম্পাদক ফজলে রাব্বি রবনা।
এসময় তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশে তিনি ঘুর্নিঝড় মোখার শুরু থেকে উপকূলবাসীকে বিভিন্ন ভাবে সহযোগিতা করে আসছেন।
Posted ১১:৫৬ পূর্বাহ্ণ | সোমবার, ১৫ মে ২০২৩
bbcjournal.com | rifat