মুসলিমরা পবিত্র রমজান মাসে ফজর থেকে মাগরিব পর্যন্ত উপবাস থাকে। কিন্তু এই উপবাসের সময় পৃথিবীর সব জায়গায় সমান নয়। মূলত সূর্য উদয় ও অস্ত যাওয়ার ওপর উপবাসের সময় নির্ভর করে।
অনেকেরই মনে প্রশ্ন জাগতে পারে এ বছর পৃথিবীর কোন এলাকার মানুষকে সবচেয়ে বেশি বা কম সময় সিয়াম পালন করতে হবে।
গাল্ফ নিউজের প্রতিবেদন অনুসারে, এ বছর সবচেয়ে বেশি সময় উপবাস থাকতে হবে আইসল্যান্ডের বাসিন্দাদের। রমজানের প্রথম দিন অর্থাৎ ২৩ মার্চ সেখানে ১৫ ঘণ্টা ৩৩ মিনিট উপবাস থাকতে হবে। তাছাড়া শেষ রমজানের দিন সেখানে ফজর ও মাগরিবের মধ্যে ব্যবধান হবে ১৬ ঘণ্টা ২০ মিনিট।
অন্যদিকে পৃথিবীর দক্ষিণ গোলার্ধের দেশগুলোতে উপবাসের সময় কম হবে। এ সব এলকায় সূর্য উদয় ও অস্তের মধ্যে ব্যবধান হবে ১১ থেকে ১২ ঘণ্টা। যেমন চিলির কিং স্কটে উপবাস থাকতে হবে ১২ ঘণ্টারও কম সময়।
Posted ১০:৪৪ পূর্বাহ্ণ | রবিবার, ২৬ মার্চ ২০২৩
bbcjournal.com | rifat