মধ্যপ্রাচ্যের দেশগুলোর মতো পাকিস্তানেও বৃহস্পতিবার (২৩ মার্চ) থেকে শুরু হয়েছে পবিত্র রমজান মাস। গত বুধবার সন্ধ্যায় রমজানের চাঁদ দেখা যাওয়ায় আজ থেকেই রোজা পালন শুরু করেছেন পাকিস্তানিরা। খবর জিও নিউজের।
বুধবার সন্ধ্যায় পেশোয়ারে এক সংবাদ সম্মেলনে রুয়েত-ই-হিলাল কমিটির চেয়ারম্যান মাওলানা আবদুল খাবির আজাদ রমজানের চাঁদ দেখতে পাওয়ার ঘোষণা দেন। এর আগে বিকেল ৫টায় বৈঠকে বসে পাকিস্তানে চাঁদ দেখার দায়িত্বে থাকা এই কমিটি।
এদিন মেঘলা আবহাওয়ার কারণে পেশোয়ারে চাঁদ দেখা যায়নি। তবে দেশটির অন্য অঞ্চলগুলোতে দেখা গেছে বলে নিশ্চিত করা হয়েছে।
Posted ৭:৫১ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩
bbcjournal.com | rifat