মঙ্গলবার ২১শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ | ৭ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

নোয়াখালীতে দেশ রূপান্তরের কেক কাটা ও শুভেচ্ছা বিনিময়

নিজস্ব প্রতিবেদক   রবিবার, ১২ মার্চ ২০২৩
নোয়াখালীতে দেশ রূপান্তরের কেক কাটা ও শুভেচ্ছা বিনিময়

নোয়াখালীতে কেক কাটা আর শুভেচ্ছা বিনিময়ের মধ্যদিয়ে শেষ হয়েছে দেশ রূপান্তরের পাঁচ বছরে পা। রোববার বেলা সাড়ে ১১টায় নোয়াখালী প্রেসক্লাবের সহিদ উদ্দিন এস্কান্দার কচি মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে কেক কাটেন নোয়াখালী জেলা পরিষদের চেয়ারম্যান আবদুল ওয়াদুদ পিন্টু।

প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদের চেয়ারম্যান আবদুল ওয়াদুদ পিন্টু বলেন, দেশ রূপান্তর খুবই কম সময়ের মধ্যে জনপ্রিয় পত্রিকায় রূপান্তর হয়েছে। পত্রিকাটি তাদের যে স্লোগান দিয়েছিলো ‘দায়িত্বশীলদের দৈনিক’ ঠিক তেমনি করেই প্রকাশনার পর থেকেই দায়িত্বশীল সাংবাদিকতায় সত্য ও সুন্দরের প্রতিচ্ছবিই ফুটিয়ে তুলেছেন।

নোয়াখালী প্রতিনিধি জামাল হোসেন বিষাদের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন, নোয়াখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি আলমগীর ইউসুফ, সাবেক সিনিয়র সহসভাপতি মনিরুজ্জামান চৌধুরী, দৈনিক যায়যায়দিনের স্টাফ রিপোর্টার আবু নাছের মঞ্জু, সময় টেলিভিশনের স্টাফ রিপোর্টার সাইফুল্যাহ কামরুল, দৈনিক দিশারীর সম্পাদক আকাশ মো. জসীম, নিউজ টোয়েন্টিফোরের প্রতিনিধি আকবর হোসেন সোহাগ, দৈনিক নয়া ্পৃথিবীর সম্পাদক জাহাঙ্গীর আলম, দেশ টিভির প্রতিনিধি রিফাত মীর্জা, এশিয়ান টিভির প্রতিনিধি মাহেবুর আলম প্রমূখ।

বক্তাগণ প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছায় প্রয়াত সম্পাদক অমিত হাবিবকে স্মরণ করেন এবং তাঁর দেখানো পথে দেশ রূপান্তরের এগিয়ে চলায় শুভকামনা জানান।

Facebook Comments Box

Posted ১০:৪১ পূর্বাহ্ণ | রবিবার, ১২ মার্চ ২০২৩

bbcjournal.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

সম্পাদক ও প্রকাশক

খায়রুল আনাম

 

নির্বাহী সম্পাদক

আরেফিন শাকিল
ঢাকা অফিস
পূরবী সুপার মার্কেট সংলগ্ন মিরপুর ১১, ঢাকা
নিউজ রুম নাম্বার: 01829242335
Email : journalbbc@gmail.com