বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির মধ্যে চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ ইউনিট হিসেবে নোয়াখালী রেডক্রিসেন্ট ইউনিট পুরস্কৃত হয়েছে। বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে গতকাল রোববার রাজধানীর রেডিসান বøু হোটেলে ৬৪ জেলার পরিষদ চেয়ারম্যান ও পুরাতন ৪ সিটি কর্পোরেশনের মেয়র এবং সকল জেলার রেডক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারীদের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মো: তাজুল ইসলাম এমপি।
এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান মেজর জেনারেল (অব:)আবদুল ওহাব, ভাইস চেয়ারম্যান নুরের রহমান, ট্রেজারার আবদুস সালাম, সেক্রেটারী জেনারেল কাজী শফীকুল আজম প্রমূখ।
এ সভায় নোয়াখালী রেডক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান আবদুল ওয়াদুদ পিন্টু ও কেন্দ্রীয় রেডক্রিসেন্টের ম্যানেজিং বোর্ড মেম্বার এবং নোয়াখালী জেলা ইউনিটের সেক্রেটারী এডভোকেট শিহাব উদ্দিন শাহিন এ পুরস্কার গ্রহণ করেন।
Posted ৯:২২ পূর্বাহ্ণ | সোমবার, ০৬ মার্চ ২০২৩
bbcjournal.com | rifat