বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে মোকাবেলা করতে নামছে বাংলাদেশ। ঘরের মাঠ বলে টাইগারদের যেমন স্বস্তি আছে, তেমন প্রতিপক্ষের বাঘা বাঘা নাম নিয়েও আছে দুঃশ্চিন্তাও। তাই ইংল্যান্ডের বিপক্ষে তামিম ইকবালের দলকে বুঝেশুনে ছক কষে মাঠে নামতে হচ্ছে।
এ বিষয়ে টাইগার কোচ হাথুরুসিংহে গতকাল মঙ্গলবার বলেছেন, ‘ওরা বিশ্ব চ্যাম্পিয়ন। ওদের দলের প্রতিভা, গভীরতা অনেক।’ ইংল্যান্ডের পক্ষে মঈন আলী ১০ ম্যাচের আটটিতে জয় না পাওয়ার প্রসঙ্গ টেনেই দিয়েছেন হুঁশিয়ারি। এই ইংলিশ অলরাউন্ডারের দাবি, জয়ের ধারায় না থাকলেও তারা বিশ্ব চ্যাম্পিয়ন।
২০১৫ বিশ্বকাপে ইংল্যান্ডকে হারিয়েছিল বাংলাদেশ। পরের বছর ঘরের মাঠে ওদের কাছেই ওয়ানডে সিরিজ হেরেছিল টাইগাররা। সাত বছর পর আবার দ্বিপাক্ষিক সিরিজে মুখোমুখি হচ্ছে দু’দল।
তাই দেখা নেয়া যাক কেমন হতে পারে দুই দলের সম্ভাব্য একাদশ। টাইগার টিমে যথারীতি অধিনায়ক হিসেবে থাকবেন তামিম ইকবাল। ওপেনার হিসেবে লিটন দাসও বিকল্পহীন। নিশ্চিতভাবেই থাকছেন সাকিব আল হাসান। মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, তৌহিদ হৃদয়, মেহেদী মিরাজ, তাসকিন আহমেদ, তাইজুল ইসলাম ও মোস্তাফিজুর রহমানকে নিয়েই সাজানো হতে পারে দল।
ইংল্যান্ডের নেতৃত্বে আছেন জস বাটলার। তার সাথে থাকতে পারেন জেসন রয়, ফিল সল্ট, ডেভিড ম্যালান, জেমস ভিন্সি, জস বাটলার, উইল জ্যাক, মঈন আলী, স্যাম কারেন, আদিল রশিদ, মার্ক উড ও জোফরা আর্চার।
Posted ৫:২১ পূর্বাহ্ণ | বুধবার, ০১ মার্চ ২০২৩
bbcjournal.com | rifat