বিএনপি পদযাত্রার নামে সারাদেশে বিশৃঙ্খলা তৈরি করছে অভিযোগ করে এর প্রতিবাদে নোয়াখালীতে শান্তি সমাবেশ ও প্রতিবাদ মিছিল করেছে আওয়ামী লীগ, যুবলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
শনিবার (২৫ ফেব্রুয়ারী) বিকালে নোয়াখালী পৌর আওয়ামী লীগের আয়োজনে জেলা শহর মাইজদীর আবদুল মালেক উকিল প্রধান সড়কে প্রতিবাদ মিছিল শেষে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে এই শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। শান্তি সমাবেশ ও প্রতিবাদ মিছিলে ব্যানার প্রদর্শন করে অংশ নেয় জেলা যুবলীগ।
শান্তি সমাবেশে পৌর আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল ওয়াদুদ পিন্টুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিথুন ভট্টের সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সহসভাপতি এডভোকেট শিহাব উদ্দিন শাহীন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুস জাহের, সাধারণ সম্পাদক এডভোকেট আতাউর রহমান নাছের,সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শামছুদ্দীন জেহান, জেলা যুব লীগের আহবায়ক ইমন ভট্ট, যুগ্ম আহবায়ক একরামুল হক বিপ্লব।
সমাবেশে বক্তারা বলেন, বিএনপির এই কর্মসূচি আসলে পদযাত্রা নয়, তারা পদযাত্রা করে বিশৃঙ্খলা করার অপচেষ্টা চালাচ্ছে। আওয়ামী লীগ রাজপথের দল, আমাদের আদর্শ জাতির পিতা বঙ্গবন্ধু, নেত্রী শেখ হাসিনা। শেখ হাসিনার নেতৃত্বে আমরা আগামী নির্বাচন পর্যন্ত রাজপথে থেকে বিএনপির অপরাজনীতি মোকাবেলা করবো। আমরা বিএনপির পদযাত্রার নামে সারাদেশে বিশৃঙ্খলার প্রতিবাদ জানাচ্ছি।
এর আগে জেলা যুবলীগের আহবায়ক ঈমন ভট্টের নেতৃত্বে জেলার প্রতিটি ইউনিট থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে যুবলীগের নেতাকর্মীগণ শান্তি সমাবেশে অংশগ্রহণ করে।
Posted ১:০৫ অপরাহ্ণ | শনিবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৩
bbcjournal.com | rifat