নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ২০২১-২২ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তিকৃত পরিসংখ্যান বিভাগের ৬ষ্ঠ ব্যাচের নবীন শিক্ষার্থীদের উৎসবমুখর পরিবেশ ও এক আনন্দঘন আয়োজনের মধ্য দিয়ে বরণ করা হয়েছে। বুধবার (১৫ ফেব্রুয়ারি) পরিসংখ্যান বিভাগের শ্রেণী কক্ষে বিভাগটির চেয়ারম্যান মিম্মা তাবাসসুমের সভাপতিত্বে নবীন বরণ অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. দিদার-উল-আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ আব্দুল বাকি, বিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর ড. মো. আতিকুর রহমান ভুঁইয়া এবং পরিসংখ্যান বিভাগের সম্মানিত শিক্ষকবৃন্দসহ বিভাগের অন্যান্য শিক্ষার্থীরা।
অনুষ্ঠানের শুরুতে নবীন শিক্ষার্থীদের ফুল ও কার্ড দিয়ে বরণ করে নেয় হয়। এরপর বিভাগের শিক্ষক, অতিথিবৃন্দ ও জ্যেষ্ঠরা নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনা মূলক বক্তব্যসহ বিশ্ববিদ্যালয় জীবনের বিভিন্ন গুরুত্ব তুলে ধরেন। নবীন শিক্ষার্থীরা কিভাবে বাস্তব জীবনে সফলতা অর্জন করবে এসব বিষয়েও আলোকপাত করেন শিক্ষকরা।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. মো. দিদার-উল-আলম নবীন শিক্ষার্থীদের অভিনন্দন ও শিক্ষার্থীদের উদ্দ্যেশে মূল্যবান পরামর্শ এবং বাস্তব জীবনের বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে বিভাগীয় চেয়ারম্যান মিম্মা তাবাসসুম শিক্ষা ও গবেষণায় পরিসংখ্যান বিভাগের বিদ্যমান সুযোগ সুবিধাদি, উক্ত বিষয়ে কাজের পরিধি এবং সংশ্লিষ্ট বিষয়ে গবেষণার উপর আলোকপাত করে ছাত্রছাত্রীদের ভালভাবে পড়াশুনা করার উপদেশ প্রদান করে বিভিন্ন দিকনির্দেশনা মূলক পরামর্শ দেন ।
অনুষ্ঠানের শেষে নবীনদের ক্লাস রুটিন, কারিকুলাম বিতরন ও দুপুরে খাবারের ব্যবস্থা করা হয়।
Posted ৫:৪৪ অপরাহ্ণ | বুধবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৩
bbcjournal.com | rifat