বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) প্রথম জয় পেল খুলনা টাইগার্স। ঢাকা পর্বের প্রথম অংশ এবং চট্টগ্রাম পর্ব মিলিয়ে চার ম্যাচে এই প্রথম জয়ের দেখা পেল তামিম ইকবাল ও ইয়াসির আলীদের খুলনা।
এই জয়ে ৪ ম্যাচে দুই পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে উঠে এসেছে খুলনার দলটি।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে মঙ্গলবার রংপুরকে ৯ উইকেটে হারিয়েছে খুলনা। রংপুরের দেওয়া ১৩০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে মাত্র ১ উইকেট হারিয়ে ১০ বল হাতে রেখেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় খুলনা।
এবারের বিপিএলে প্রথম তিন ম্যাচেই ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন তামিম ইকবাল। কিন্তু রংপুরের বিপক্ষে আজকের ম্যাচে দেখা গেল টাইগার ওপেনারের ভিন্ন রূপ।
দায়িত্বশীল ব্যাটিংয়ের পাশাপাশি ব্যাট করেছেন ১২৫ এর উপর স্ট্রাইক রেটে। ওপেনিংয়ে নেমে খেলেছেন শেষ অবধি। তাতে সহজ জয় নিয়েই মাঠ ছেড়েছেন বাংলাদেশের ওয়ানডে দলের অধিনায়ক।
৪৭ বলে তামিমের ৬০ রানের পাশাপাশি গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছেন উদীয়মান তারকা মাহমুদুল হাসান জয়। একটু ধীরগতিতে খেললেও উইকেট বাঁচিয়ে দলকে রেখেছেন জয়ের পথে। ৪২ বলে ৩৮ রান করে শেষ পর্যন্ত অপরাজিত থাকেন তিনি।
Posted ১১:২২ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৭ জানুয়ারি ২০২৩
bbcjournal.com | Mr. Emran