সোমবার ২৫শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১০ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

সাম্প্রদায়িক অপশক্তির কাছে অসাম্প্রদায়িক বাংলাদেশ হার মানবেনা

নিজস্ব প্রতিবেদক   বুধবার, ০৫ অক্টোবর ২০২২
সাম্প্রদায়িক অপশক্তির কাছে অসাম্প্রদায়িক বাংলাদেশ হার মানবেনা

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির কেন্দ্রীয় ব্যবস্থাপনা পর্ষদের সদস্য ও নোয়াখালী জেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক এডভোকেট শিহাব উদ্দিন শাহিন বলেছেন, সাম্প্রদায়িক অপশক্তির কাছে আমাদের ঐতিহ্য গাঁথা অসাম্প্রদায়িক বাংলাদেশ কখনোই হার মানবেনা। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে সব ধর্মের মানুষের ঐক্যবদ্ধ অংশগ্রহণে আমাদের অর্জিত অসাম্প্রদায়িক রাষ্ট্র স্বাধীন বাংলাদেশ। এখানে সাম্প্রদায়িক অপশক্তির উত্থানের কোন সুযোগ নেই।
সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মঙ্গলবার রাতে নোয়াখালী সদর উপজেলা ও নোয়াখালী পৌরসভার ১২টি পূজা মন্ডপ পরিদর্শনকালে শিহাব উদ্দিন শাহিন এসব কথা বলেন। এসময় তিনি পূজা মন্ডপগুলোর দায়িত্বপ্রাপ্ত নেতবৃন্দের হাতে সর্বমোট নগদ ২ লাখ টাকা প্রদান করে শুভেচ্ছা বিনিময় করেন।
পূজা মন্ডপ পরিদর্শনকালে শিহাব উদ্দিন শাহিন বলেন, গত বছর নোয়াখালীর চৌমুহনীতে একটি সাম্প্রদায়িক গোষ্টির প্রত্যক্ষ মদদে দূর্গা পূজার উৎসবে হামলার ঘটনা ঘটলেও এবার প্রশাসনের সার্বিক আইনশৃঙ্খলা ব্যবস্থাপনার পাশাপাশি আমাদের দলীয় নেতাকর্মীদের দায়িত্বশীলতার কারণে অত্যন্ত উৎসবমূখর পরিবেশে শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে দূর্গা পূজা।
তিনি বলেন, বঙ্গবন্ধুর অসাম্প্রদায়িক বাংলাদেশে ধর্ম যার যার, উৎসব সবার। আমাদের স্বাধীনতা যুদ্ধেও আমরা সাম্প্রদায়িক অপশক্তিকে দাঁতভাঙা জবাব দিয়েছি। এখনো যদি ওই সাম্প্রদায়িক অপশক্তি ধর্মের নামে কোন বিশৃঙ্খলা করতে চায়, আমরা এদেশের সকল শ্রেণী-পেশার মানুষ ঐক্যবদ্ধ হয়ে তাদের প্রতিরোধ করবো।
পূজা মন্ডপ পরির্দশনকালে শিহাব উদ্দিন শাহিনের সঙ্গে আওয়ামী লীগ, সহযোগী ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং সনাতন ধর্মাবলম্বীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Posted ৯:৩২ পূর্বাহ্ণ | বুধবার, ০৫ অক্টোবর ২০২২

bbcjournal.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

সম্পাদক ও প্রকাশক

খায়রুল আনাম

 
ঢাকা অফিস
পূরবী সুপার মার্কেট সংলগ্ন মিরপুর ১১, ঢাকা
নিউজ রুম নাম্বার: 01829242335
Email : journalbbc@gmail.com