নোয়াখালী জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদে মনোনয়নপত্র দাখিল করেছেন হাতিয়া উপজেলা সেচ্চাসেবকলীগের আহ্বায়ক মহিউদ্দিন মুহিন।
সোমবার সকালে জেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক দেওয়ান মাহবুবর রহমান এর কাছে তিনি এ মনোনয়নপত্র দাখিল করেন।
মহিউদ্দিন মুহিন জানান, আগামী ১৭ ই অক্টোবর জেলা পরিষদের ৯ নং ওয়ার্ড থেকে হাতিয়া উপজেলার সংসদ সদস্য আয়েশা ফেরদৌস ও সাবেক সংসদ সদস্য ও হাতিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ আলীর সমর্থনে মনোনয়নপত্র জমা দিয়েছি। আমি যদি জেলা পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হই তাহলে রাজনীতির বাহিরে সাধারণ মানুষের সাথে মিলে মিশে সামাজিক উন্নয়নমূলক কাজ করে যাবো।
মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৫ সেপ্টেম্বর। জেলা পরিষদ নির্বাচনে সহকারী রিটার্নিং অফিসারের নিকট অনলাইনে মনোনয়নপত্র দাখিল করবেন নির্বাচনে প্রার্থীরা। ১৮ই সেপ্টেম্বর মনোনয়নপত্র বাছাইয়ের শেষ তারিখ ও ২৫শে সেপ্টেম্বর মনোনয়নপত্র প্রত্যাহার শেষে আগামী ১৭ অক্টোবর অনুষ্ঠিত হবে জেলা পরিষদ নির্বাচন।
Posted ২:০৫ অপরাহ্ণ | বুধবার, ১৪ সেপ্টেম্বর ২০২২
bbcjournal.com | rifat