নোয়াখালী জেলা পরিষদ নির্বাচনে চেয়ারমান পদে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী নোয়াখালী পৌর আওয়ামী লীগের সভাপতি আবদুল ওয়াদুদ পিন্টুকে গণসংবর্ধনা দিয়েছে দলীয় নেতাকর্মীরা।
সোমবার (১২ সেপ্টেম্বর) বিকালে ঢাকা থেকে দলীয় মনোনয়নের চিঠি নিয়ে নোয়াখালী ফিরার পথে জেলা সোনাইমুড়ি-মাইজদী আওয়ামী কার্যালয় পর্যন্ত ১০টি স্থানে তাঁকে এই গণসংবর্ধনা দেওয়া হয়। এরআগে দুপুর থেকে বৃষ্টি উপেক্ষা করে জেলার প্রধান সড়কে মাইক্রোবাস, সিএনজি অটোরিকশা ও মোটরসাইকেল নিয়ে ভিড় করতে থাকে নেতাকর্মীরা।
এসময় আবদুল ওয়াদুদ পিন্টুকে ফুলেল শুভেচ্ছা জানান শত শত নেতাকর্মী।
আবদুল ওয়াদুদ পিন্টু দলীয় মনোনয়ন নিয়ে নোয়াখালীতে প্রবেশ করেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও জাতীয় নেতা আবদুল মালেক উকিলের কবর জিয়ারত করেন।
এসময় আবদুল ওয়াদুদ পিন্টু জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, আওয়ামী লীগের একজন ক্ষুদ্র কর্মী হিসেবে আমাকে নোয়াখালী জেলা পরিষদ নির্বাচনে মনোনয়ন দিয়ে মূল্যায়ন করায় বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা ও নোয়াখালীর গর্ব বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী প্রিয় নেতা ওবায়দুল কাদের এমপির প্রতি আন্ততরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। একই সাথে গণসংবর্ধনা দেওয়ায় নেতাকর্মীদেরও ধন্যবাদ জানান তিনি।