নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় তিন হাজার ২০০ লিটার (১৬ ব্যারেল) চোরাই ডিজেল জব্দ করেছে কোস্টগার্ড।
আজ রোববার (১১ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৩টার দিকে নলচিরা ঘাট এলাকায় অভিযান চালিয়ে এসব তেল আটক করা হয়।
কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা (বিএন) লেফটেন্যান্ট কে এম শফিউল কিঞ্জল ডিজেল আটকের বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে হাতিয়া কোস্টগার্ডের একটি দল অভিযান চালিয়ে তিন হাজার ২০০ লিটার চোরাই ডিজেল জব্দ করেছে। এসময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে তেল চোরা কারবারিরা পালিয়ে যায়।
পরে আটককৃত ডিজেলগুলো পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে জমা দেওয়া হয়েছে।
হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সেলিম হোসেন বলেন, আটক ডিজেলের ব্যাপারে যথাযথ আইনী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
Posted ১২:০২ অপরাহ্ণ | রবিবার, ১১ সেপ্টেম্বর ২০২২
bbcjournal.com | rifat