শুক্রবার ৯ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ | ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

জেলা আওয়ামী লীগের বর্ধিত সভা

নোয়াখালীতে সাংসদ একরাম-শাহিন সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া

জয় ভূইয়া, নোয়াখালী প্রতিনিধি   বৃহস্পতিবার, ০৮ সেপ্টেম্বর ২০২২
নোয়াখালীতে সাংসদ একরাম-শাহিন সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া

নোয়াখালী জেলা আওয়ামী লীগের বর্ধিত সভা চলাকালীন বাহিরে জেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক এডভোকেট শিহাব উদ্দিন শাহিনের সমর্থক এবং নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এসময় ইটপাটকেলের আঘাতে এক পথচারী আহত হয়েছে।

বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে জেলা শহর মাইজদীতে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে আবদুল মালেক উকিল সড়কে এই ঘটনা ঘটে।

জেলা আওয়ামী লীগের একটি সুত্র জানায়, সকাল ১১ টায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সভা কক্ষে জেলা আওয়ামী লীগের বর্ধিত সভা শুরু হয়। সভায় বাংলাদেশ আওয়ামী লীগের চট্রগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এসময় জেলা আওয়ামী লীগের আহবায়ক অধ্যক্ষ খায়রুল আনম সেলিমের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক এডভোকেট শিহাব উদ্দিন শাহিনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক বাবু সুজিত রায় নন্দি। জেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটি অনুমোদনের পর এই প্রথম বর্ধিত সভায় যোগ দেন জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সাংসদ একরামুল করিম চৌধুরী।

প্রত্যক্ষদর্শীরা জানান, জেলা আওয়ামী লীগ কার্যালয়ে কেন্দ্রীয় নেতারা প্রবেশের আগ থেকেই আওয়ামী লীগ কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে কেন্দ্রীয় নেতাদের স্বাগত জানিয়ে স্লোগান দেয় জেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক এডভোকেট শিহাব উদ্দিন শাহিন অনুসারীরা। বেলা সাড়ে ১১টার দিকে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে পাল্টা স্লোগান দেয় সাংসদ একরামুল করিম চৌধুরীর অনুসারীরা। এসময় দু’গ্রুপের মধ্যে প্রথমে বাকবিতন্ডা, পরে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় উভয় গ্রুপের মধ্যে ইটপাটকেল নিক্ষেপের ঘটনাও ঘটে। এতে ইটপাটকেলের আঘাতে এক পথচারীর মাথা পেটে যায়। পরে পুলিশ লাঠি চার্জ করে উভয় গ্রুপকে চত্রভঙ্গ করে দেয়।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আনোয়ারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ১-২ মিনিট পর্যন্ত স্থায়ী হয়। তাৎক্ষণিক পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ওপর এক প্রশ্নের জবাবে ওসি বলেন, কোন পথচারী আহত হওয়ার সংবাদ তিনি পাননি।

Facebook Comments Box

Posted ১১:৫৯ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০৮ সেপ্টেম্বর ২০২২

bbcjournal.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

সম্পাদক ও প্রকাশক

খায়রুল আনামন

 
ঢাকা অফিস
পূরবী সুপার মার্কেট সংলগ্ন মিরপুর ১১, ঢাকা
নিউজ রুম নাম্বার: 01829242335
Email : journalbbc@gmail.com