ছবি: বিবিসি জার্নাল
জমকালো আয়োজনের মাধ্যমে নোয়াখালীর প্রধান শহরে অাভিজাত মানের রেস্টুরেন্ট “মেহরান ডাইন” আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে
আজ দুপুরে নোয়াখালী পৌর বাজার সংলগ্ন আহসান ভবনে রুচিশীল, ভোজন রসিক আর বিনোদন প্রিয় মানুষের কথা চিন্তা করে “মেহরান ডাইন” নামে এই নান্দনিক রেস্টুরেন্টের পথচলা শুরু হয়।
অনুষ্ঠানে ফিতা ও কেক কেটে উদ্বোধন করেন বিশিষ্ট ব্যবসায়ী এবং মেহরান ডাইনের চেয়ারম্যান সোহেল আহসান।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ টেলিভিশনের সাবেক উপ-মহাপরিচালক বাহার উদ্দিন খেলন, মেহরান ডাইনের এমডি সৈয়দ আজীজ ইফতেখার, ফিন্যান্স ডিরেক্টর একে,এম জামান, ডিরেক্টর আমীন সহ জেলার গন্যমান্য ব্যক্তিবর্গ এবং জেলার প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।মেহরান ডাইন এর চেয়ারম্যান সোহেল আহসান জানান, মেহরান ডাইন রুচিশীল খাবার, উন্নত পরিবেশ এবং আধুনিকতার দিক দিয়ে সম্পূর্ণ ব্যতিক্রমধর্মী একটি রেষ্টুরেন্ট। সকলের স্বাদ ও সাধ্যের মধ্যে গুণগত মানসম্পন্ন দেশী-বিদেশি প্রায় শত রকম খাবারের আইটেম এখানে রয়েছে।মেহরাইন ডাইন নোয়াখালী শাখার মাধ্যমে এটির প্রথম শাখার যাত্রা শুরু হলো। পর্যায়ক্রমে এভাবে ঢাকা, চট্রগ্রাম এবং দেশের অন্যান্য জেলায় মেহরান ডাইন এর শাখা চালু হবে বলে জানান রেষ্টুরেন্ট কর্তৃপক্ষ।
Posted ৭:৩৫ অপরাহ্ণ | শুক্রবার, ১০ সেপ্টেম্বর ২০২১
bbcjournal.com | rifat