ছবি: বিবিসি জার্নাল
করোনা রোগীদের চিকিৎসা সেবা উন্নয়নে এবং ভাইরাসের সংক্রমণ রোধে নোয়াখালী জেলা স্বাস্থ্য বিভাগকে অক্সিজেন কনসেনট্রেটর, অক্সিজেন সিলিন্ডার, বাইপাপ মেশিনসহ ৩০লাখ টাকার চিকিৎসা সামগ্রী প্রদান করেছে গ্লোব ফার্মাসিউটিক্যালস্ লিমিটেড।
আজ দুপুরে জেলার বেগমগঞ্জ উপজেলার গ্লোব ফার্মাসিউটিক্যালসের কর্পোরেট অফিসে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও চৌমুহনী পৌরসভার মেয়র খালেদ সাইফুল্যাহ চিকিৎসা সামগ্রীগুলো জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খান ও সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখারের হাতে তুলে দেন।
খালেদ সাইফুল্যাহ বলেন, জেলায় করোনা সংক্রমণ দিন দিন বৃদ্ধি পাছে। এ ক্রান্তিকালে গ্লোব গ্রুফ মানুষের পাশে সব সময় ছিল, আগামী দিনেও থাকবে। আজকে বিনামূল্যে ১৭ টি অক্সিজেন কনসেনট্রেটর, ৪০ লিটারের ১৫টি সিলিন্ডার, ১০টি বাইপাপ মেশিন ও ১০ কার্টুন হ্যান্ড গ্লাভস দেয়া হয়েছে। পরবর্তীতে প্রয়োজন অনুযায়ী আরও অক্সিজেন কনসেনট্রেটর এবং সিলিন্ডার দেওয়া হবে।
Posted ৭:১৭ পূর্বাহ্ণ | বুধবার, ১৪ জুলাই ২০২১
bbcjournal.com | rifat