প্রতিকী ছবি
ভারতের উত্তরপ্রদেশের এক যুবককে নবাগত অভিনেত্রীকে ধর্ষণ ও তার কাছ থেকে টাকা নেয়ার অভিযোগে গ্রেপ্তার করেছে। মঙ্গলবার গুজরাটের ভাদোদরার একটি হোটেল থেকে ওই যুবককে গ্রেপ্তার করা হয়। ভারতীয় গণমাধ্যমের খবর, ওই তরুণী নয়া দিল্লির বাসিন্দা। গুজরাটের ভাদোদরার রাওপুরা থানায় উত্তরপ্রদেশের ওই যুবকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগে বলা হয়, নবাগত অভিনেত্রীর কাছে কাস্টিং ডিরেক্টর হিসাবে নিজের পরিচয় দেন ওই যুবক। অভিনেত্রীকে ধর্ষণের পর তার নগ্ন ছবি ভাইরাল করার হুমকি দিচ্ছিলো তিনি। পুলিশ জানিয়েছে, দেড় বছর ধরে ভাদোদরায় বসবাস করছিলেন ওই যুবক। ৫ মাস ধরে বেকার ছিলেন তিনি। ওই যুবকের বিরুদ্ধে একাধিক যৌন নির্যাতনের অভিযোগ রয়েছে এমনটাই ভাষ্য পুলিশের। অভিযুক্তের ফোন বাজেয়াপ্ত করেছে তারা। সেখানে পাওয়া গেছে একাধিক নারীর নগ্ন ছবি। জি নিউজ।
Posted ৭:২০ অপরাহ্ণ | শুক্রবার, ০৯ জুলাই ২০২১
bbcjournal.com | rifat