ছবি: বিবিসি জার্নাল
নোয়াখালীতে করোনায় শ্বাসকষ্টে থাকা গরীব অসহায় রোগীদের বিনামূল্যে অক্সিজেন সরবরাহের উদ্যোগ নিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা কর্মীরা। এ কাজে সহযোগীতা করছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাংসদ একরামুল করিম চৌধুরী।
জেলা ছাত্রলীগের সভাপতি আসাদুজ্জামান আরমান জানান, অক্সিজেন ব্যাংক স্থাপনের জন্য সাংসদ একরামুল করিম চৌধুরীর দেওয়া দুই লক্ষ টাকায় আগামী দুই একদিনের মধ্যে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে করোনা রোগীদের জন্য একটি অক্সিজেন ব্যাংক স্থাপন করা হবে। সেখান থেকে করোনায় শ্বাসকষ্টে থাকা গরীব অসহায় রোগীদের বিনামূল্যে অক্সিজেন সিলিন্ডার সরবরাহ করবে ছাত্রলীগের নেতাকর্মীরা।
এ সময় এমপি একরামুল করিম চৌধুরী করোনা পরিস্থিতিতে আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদেরকে গবীর অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। লকডাউনে কেউ খাদ্য সংকটে পড়লে তাদের কাছে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান-মেম্বার ও ছাত্রলীগ কর্মীদেরকে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়ার আহবান জানন তিনি। একরাম চৌধুরী ফাউন্ডেশন থেকে আরও এক লক্ষ মাস্ক ক্রয় করে ছাত্রলীগ কর্মীদের মাধ্যমে তা সাধারণ জনগণের বিনামূল্যে বিতরণ করা হবে জানান তিনি।
উল্লেখ্য করোনা পরিস্থিতিতে গত বছর থেকে একরাম চৌধুলী ফাউন্ডেশন করোনা রোগীদের চিকিৎসাসেবা, মাস্ক, পিপিই সহ সুরক্ষা সামগ্রী এবং লকডাউনে কর্মহীন অসহায় লোকজনকে খাদ্য সহায়তা প্রদান করে আসছে।
সট- একরামুল করিম চৌধুরী এমপি, সাধারণ সম্পাদক, নোয়াখালী জেলা আওয়ামী লীগ।
Posted ৩:৫৪ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০৮ জুলাই ২০২১
bbcjournal.com | rifat