প্রতিকী ছবি
২০১৯ সালে ফেসবুকের মাধ্যমে তাদের আলাপ। ইনস্টাগ্রামে রোমান্স। ভিডিও কলে প্ৰেম। এবার পাকিস্তানের করাচির স্কুল শিক্ষিকা সুমন রন্তিলাল বিয়ে করতে চান পাঞ্জাবের গুরুদেসপুরের একটি প্রাইভেট ফার্ম এর সেলস ডিরেক্টর অমিত শর্মাকে। কিন্তু, চার হাত এক হওয়ার পথে বাধা হয়ে দাঁড়িয়েছে কোভিড।
ভারতে আসার ভিসা পাচ্ছেন না সুমন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে আবেদন জানিয়ে বলেছেন, তিনি একটু সহৃদয় হলেই সুমন সীমান্ত পেরিয়ে এ দিকে চলে আসবেন। প্রধানমন্ত্রী যেন দুটি হৃদয়ের আর্তি সহানুভূতির সঙ্গে বিবেচনা করেন। সুমন জানিয়েছেন, গত নভেম্বরে অমিত তাকে বিয়ের প্রস্তাব দেন।
দুটি প্রাণই মিলনে উন্মুখ তাই সুমন সাড়া দিতে বিলম্ব করেনি। কিন্তু, এখন অন্তরায় ভারত পাকিস্তানের কঠোর কোভিড অনুশাসন। প্রয়োজনে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের দ্বারস্থ হবেন বলেও সুমন জানান
Posted ৫:৪৯ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০১ জুলাই ২০২১
bbcjournal.com | rifat