নোয়াখালীতে একরামুল করিম চৌধুরী এমপির পক্ষ থেকে পথশিশু, হতদরিদ্র, রিকশাচালক ও খেটে খাওয়া মানুষের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করেছে নোয়াখালী জেলা ছাত্রলীগ ।
অাজ শনিবার বিকেলে পৌর শহরের মাইজদী বাজার, পুরাতন বাসস্ট্যান্ড, পৌর বাজার, দত্তেরহাট, সোনাপুর জিরো পয়েন্ট সহ ১২ টি স্থানে একযোগে এই ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
ইফতার বিতরনে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রলীগ নেতা ইমাম হোসেন রাসেল সহ জেলা ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতাকর্মী গণ।
এ বিষয়ে সাবেক ছাত্রলীগ নেতা ইমাম হোসেন রাসেল বলেন, একরামুল করিম চৌধুরী এমপির পক্ষ থেকে গরীব দুঃখী মানুষের কথা চিন্তা করে প্রতিদিন ইফতারের এই অায়োজন অভ্যাহত থাকবে বলে জানান।