মঙ্গলবার ৩রা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৮ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

হাতিয়ার মেঘনা নদী থেকে প্রায় ৭০ লাখ টাকার কারেন্ট জাল জব্ধ করেছে নৌ পুলিশ

নিজস্ব প্রতিবেদক   বুধবার, ২৮ এপ্রিল ২০২১
হাতিয়ার মেঘনা নদী থেকে প্রায় ৭০ লাখ টাকার কারেন্ট জাল জব্ধ করেছে নৌ পুলিশ

মেঘনা নদীতে বিচ্ছিন্ন ভাবে অভিযান চালিয়ে গত ২৪ ঘন্টায় ২লাখ ৫০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্ধ করেছে নৌ-পুলিশ। বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ার সূখচর ইউনিয়নের চরগাসিয়া ও ঢালচর এলাকার মেঘনা নদী থেকে এসব জাল জব্ধ করা হয়।
জানাযায়, মেঘনা নদীতে কিছু মাছধরা ট্রলারে কারেন্ট জাল ব্যবহার করে মাছ শিকার করছে জেলেরা। এই সংবাদ পেয়ে অভিযান করে হাতিয়ার নলচিরা নৌ-পুলিশের সদস্যরা। এসময় নৌ-পুলিশের সদস্যদের দেখে জেলেরা পালিয়ে গেলেও তাদের ব্যবহার করা জাল ও নৌকা জব্ধ করে ক্যাম্পে নিয়ে আসে পুলিশের সদস্যরা।
পরে নলচিরা ঘাটে এনে জব্ধ করা জালের পরিমাপ করে দেখা যায়, এতে অবৈধ কারেন্ট জাল রয়েছে প্রায় দুই লাখ মিটার ও চরঘেরা জাল রয়েছে প্রায় ৫০হাজার মিটার। এসব জালের বর্তমান বাজার মূল্য রয়েছে প্রায় ৭০ লাখ টাকা। পরে স্থানীয় জনপ্রতিনিধি, ঘাটের লোকজন, সাংবাদিকদের উপস্থিতিতে এসব জব্ধ করা জাল আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়।
এব্যাপারে হাতিয়া নলচিরা ঘাটের নৌ-পুলিশ ক্যাম্পের ইনচার্জ আকরাম উল্যাহ বলেন, এটি আমাদের নিয়মিত টহলের অংশ। দেশ ব্যাপী কারেন্ট জালের বিরুদ্বে অভিযানের অংশ হিসাবে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

 

Facebook Comments Box

Posted ৭:১১ অপরাহ্ণ | বুধবার, ২৮ এপ্রিল ২০২১

bbcjournal.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

সম্পাদক ও প্রকাশক

খায়রুল আনাম

 
ঢাকা অফিস
পূরবী সুপার মার্কেট সংলগ্ন মিরপুর ১১, ঢাকা
নিউজ রুম নাম্বার: 01829242335
Email : journalbbc@gmail.com