নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ইউনিয়নের পশ্চিম চর দরবেশ এলাকায় চাঁদা না দেয়ায় আমেরিকা প্রবাসী হোসেন আহমেদ রিয়াদের বাড়িতে হামলা ও ভাংচুরের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করে প্রবাসীর পরিবার।
সংবাদ সম্মেলনে প্রবাসী হোসেন আহমেদ রিয়াদের ছোট বোন জহুরা সিদ্দিকা বিউটি বলেন, স্থানীয় সন্ত্রাসী ইমাম হোসেন মেহেদির নেতৃত্বে একদল সন্ত্রাসী দুই লাখ টাকা চাঁদা দাবী করে। চাঁদা না দেয়ায় নির্মানাধীন স্থাপনা ভাংচুর করে। বর্তমানে তারা সন্ত্রাসীদের হত্যার হুমকিতে নিরাপত্তাহীনতায় ভুগছে।
ভুক্তভোগী পরিবার সন্ত্রাসীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন।
২০১১-২০১৬ | bbcjournal.com'র কোনো সংবাদ বা ছবি অন্য কোথাও প্রকাশ করবেন না
Development by: webnewsdesign.com